তানিম আহমেদ নালিতাবাড়ী ( প্রতিনিধি)
শেরপুরে নালিতাবাড়ী উপজেলার ৪নং নয়াবিল ইউনিয়নে জনতার দলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "সাম্য, ইনসাফ, ন্যায্য ও প্রগতি" - এই চারটি মূলনীতিকে ভিত্তি করে আয়োজিত সভাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।
রবিবার (১৫ জুন ২০২৫) বিকাল ৫টায় এই আলোচন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলের ময়মনসিংহ বিভাগীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর আরো বক্তব্য রাখেন বিভিন্ন মসজিদে ইমামরা । বক্তব্যে সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর বলেন, "ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে সমাজ গঠনে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে সমাজের সর্বস্তরে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।" তিনি আরও বলেন, "জনতার দল তৃণমূলের অধিকার রক্ষার রাজনীতি করে। আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে সাধারণ জনগণ। এই ধরনের আলোচনার মাধ্যমে দলীয় কর্মীদের মধ্যে সচেতনতা ও সংগঠনকে গতিশীল করা সম্ভব।"
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের জনতার দলের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা ইনসাফ, সাম্য এবং সামাজিক ন্যায়ের পক্ষে দলটির অবস্থান তুলে ধরেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে একটি সাংগঠনিক পরিকল্পনা ঘোষণা করা হয়, যেখানে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জনতার দলের কার্যক্রম আরও শক্তিশালী করার ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুনঃ আহবায়ক মামুন সচিব এরশাদ পটিয়া বড়লিয়া ইউনিয়ন এলডিপি’র কমিটি গঠন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.