মালিকুজ্জামান কাকাঃ দূর হ যত অপকর্মকারী কুলাঙ্গার খিচ সরকারি বাহিনী রেডি, করিস না ফিসফিস জোচ্চুরি করলে রক্ষা নাই ঐ দেখ পুলিশ।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোর জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। ঈদগাহ, রাজারহাট চামড়ার হাট, সকল ব্যাংক, বাজার, যানবাহন ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে শহর ও গ্রামে মোতায়েন থাকবে মোবাইল, পিকেট, ফুট প্যাট্রোল এবং বাইক টিম।
যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিন জেলার গুরুত্বপূর্ণ ঈদগাহ মাঠগুলোতে থাকবে একাধিক পুলিশ টিম। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
যশোরের পুলিশ সুপার রওনক জাহান বলেন, “জাল টাকা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ব্যাংকে টাকা গণনায় মেশিন ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।”
চামড়া কেনাবেচার জন্য পরিচিত রাজারহাট হাটে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। কোরবানির পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহনের নিরাপত্তায় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করবে।
এছাড়া, বাসাবাড়িতে চুরি ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং ৯৯৯ নম্বরের জরুরি সেবা টিমকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায়।
আরও পড়ুনঃ বকশীগঞ্জে সাইবার নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.