মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর: শেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১মে) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল,স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।এতে বিশেষ অতিথি ছিলেন,পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীন।
এর আগে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মুখ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন এর সভাপতিত্বে
আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন,চেম্বার পরিচালক তৌহিদুর হমান পাপ্পু,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনিবুল ইসলাম,এনজিও প্রতিনিধি খন্দকার সালাহউদ্দিন,মাওলানা নজরুল ইসলাম,শিক্ষার্থী আতিকা আঞ্জুম বুশরা প্রমুখ।
পরে এ উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ী ৩ শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরন করা হয়।উক্ত র্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, ছাত্র প্রতিনিধি,সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা ধূমপান ও তামাকের বিভিন্ন ক্ষতিকারক দিক উল্লেখ করে বক্তব্য রাখা সহ যুব সমাজকে তা পরিহারের জন্য গুরুত্বারোপ করেন।
আরও পড়ুনঃ লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাবেক এমপি কর্নেল আজিম আর নেই
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.