এ.এস আব্দুস সামাদ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৫নং কাঁচেরকল ইউনিয়নে দীর্ঘদিন পর জামায়াতে ইসলামীর উদ্যোগে কাঁচেরকোল গ্রামে আবারো গরুর হাট বসতে শুরু করেছে। একসময় এই হাটটি ছিল এলাকার অন্যতম জনপ্রিয় পশুহাট, যা নানা কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল। অবশেষে স্থানীয় জনগণের চাহিদা ও সুবিধার্থে এই ঐতিহ্যবাহী হাটটি পুনরায় চালু করা হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, "ছোটবেলায় এই হাটে অনেক গরু কেনাবেচা হতে দেখতাম। পরে কোনো এক কারণে হাটটি আর বসেনি। এখন আবার শুরু হওয়ায় আমরা খুব খুশি। এতে আমাদের গ্রামেই পশু কেনাবেচার সুযোগ তৈরি হলো।"
এতে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। হাটকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্য, যাতায়াত ও বিভিন্ন পরিষেবা খাতে কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় জামায়াতে ইসলামী নেতারা জানিয়েছেন, জনগণের উপকার এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত হাট বসার মাধ্যমে এলাকাবাসীর দৈনন্দিন প্রয়োজন অনেকাংশে পূরণ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.