নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারাঃ ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চান্দারচর সীমান্তে। বিজিবির তৎপরতায় শেষ পর্যন্ত ওই পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়।
বুধবার রাত আনুমানিক ১০টার দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের চান্দারচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৮ থেকে ১০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে। সীমান্ত এলাকার ১০৪৫ নম্বর পিলার সংলগ্ন গেট খুলে এই পুশ-ইনের চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয়রা।
এ সময় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য এবং স্থানীয় এলাকাবাসী চিৎকার করলে দ্রুত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন ভারতীয় বড় পার্ট থেকে বিএসএফ সদস্যরা ককটেল বিস্ফোরণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে এবং পুশ-ইন চেষ্টাকারীদের ফিরিয়ে নেয়।
স্থানীয় বাসিন্দা হানিফ আলী বলেন "আমরা দেখি কিছু মানুষ আসতেছে ওইদিক থেইকা, তখন আমরা আওয়াজ দিই। এরপরই বিস্ফোরণের শব্দ হয়, পরে আর কাউরে দেখি নাই।"
বিজিবি সূত্রে জানা গেছে, এই ঘটনায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। টহলদল নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে। তবে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে চাইলেও বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সদা সতর্ক।
বিপজ্জনক এই ধরনের পুশ-ইনের ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন সীমান্ত এলাকার সাধারণ মানুষ। তারা চান, এই ধরনের কার্যক্রম বন্ধে দুই দেশের সরকার আরও সক্রিয় হোক।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.