মোঃ আব্দুস সামাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) বিকেল ৪টায় স্থানীয় ৯নং বাজার এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
পোড়াহাটি ইউনিয়ন আমীর আকিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আমীর, ঝিনাইদহ ২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আযম মোঃ আবু বক্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা নায়েবে আমির ঝিনাইদহ পৌর মেয়র প্রার্থী আব্দুল আলীম।
আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল। জেলা সহকারী সেক্রেটারি কাজী সগির আহম্মেদ,ঝিনাইদহ সদর সেক্রেটারি আলী আহসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিনাইদহ জেলার বাইতুল মাল সম্পাদক টিপু সুলতানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজ পরিবর্তনের লক্ষ্যে আদর্শিক রাজনীতির বিকল্প নেই। তারা আগামী দিনগুলোতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। এ সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পোড়াহাটি ইউনিয়ন জামাতের নায়েবে আমির মাওলানা আব্দুল মালেক।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে লবণ ও চামড়া ব্যবসায়িদের সাথে ডিসি’র মতবিনিময়
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.