এ.এস আব্দুস সামাদঃ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য গুরুত্বের সঙ্গে পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান। বুধবার বার (২৮মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার সিভিল সার্জন ডা. কামরুজ্জামান সোহেল। তিনি বলেন, “সুস্থ জীবনযাপনের জন্য পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, জুনিয়র কনসাল্টেন্ট (মেডিসিন) ডা. প্রসেনজিৎ কুমার পার্থ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজন। বক্তারা পুষ্টির গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং সকল শ্রেণির মানুষকে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
আরও পড়ুনঃ এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করার প্রতিবাদে নড়াইলে কর্মবিরতি
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.