নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারাঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে অনধিকারভাবে প্রবেশ করিয়ে দেওয়ায় সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটে ২৭ মে ভোররাতে ১০৬৭ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলার এলাকা সংলগ্ন বড়াইবাড়ি সীমান্তে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফ ভোররাতে বিজিবির নজর এড়িয়ে সীমান্ত অতিক্রম করে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করিয়ে দেয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিজিবি সতর্ক অবস্থান নেয় এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে।
প্রবেশ করা ভারতীয় নাগরিকদের একজন গণমাধ্যমকে জানান, “আমাদেরকে জোরপূর্বক সীমান্তের ১০৬৭ নম্বর পিলারের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর বন্দুকের ভয় দেখিয়ে বিএসএফ সদস্যরা আমাদের বাংলাদেশে নামিয়ে দেয়। প্রাণভয়ে আমরা পালিয়ে আসি।”
তাদের দাবি, তারা মূলত ভারতের নাগরিক হলেও নানা সামাজিক ও রাজনৈতিক জটিলতার কারণে তারা হয়রানির শিকার হয়ে আসছিলেন।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ঘটনাটি সম্পর্কে ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে এবং কূটনৈতিক পর্যায়ে বিষয়টি উত্থাপন করা হবে। তিনি আরও বলেন, “বাংলাদেশের ভূখণ্ডে এই ধরনের অনধিকার অনুপ্রবেশ ও মানবপাচার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছি।”
অন্যদিকে, সীমান্ত এলাকায় এ ঘটনার পর স্থানীয়দের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী নিরাপত্তাহীনতার আশঙ্কায় পড়েছে বলে জানা যায়।
বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। দ্রুত সময়ের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান না হলে উভয় দেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
আরও পড়ুনঃ মহেশপুরে ১৯ শিশুসহ ৪২ বাংলাদেশি পুশ ব্যাক করলো বিএসএফ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.