মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের, গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের অধীনে
মোল্লাহাটে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।"অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে"
এই স্লোগানকে সামনে রেখে ছয়দিন ব্যাপী তিন ব্যাচে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গত ১৯ মে থেকে শুরু হওয়া, তিন ব্যাচের ৬ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণের সমাপনী অধিবেশন মঙ্গলবার (২৭মে) সকাল ৯ টা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে( অপরাজিতা) অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণলব্ধ জ্ঞানের উপর ভিত্তি করে খন্ড খন্ড নাটিকা উপস্থাপন করেন ইউপি সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাগণ।
অভিনয়ের মাধ্যমে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত সকল বিচারিক কার্যক্রম তুলে ধরেন তারা।
সমাজের অসহায় দরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও সুবিধা বঞ্চিত নারীরা যাতে গ্রাম আদালতের মাধ্যমে সঠিক ও ন্যায় বিচার পেতে পারে সে বিষয়কে সামনে রেখে উপজেলার সকল ইউপি সদস্যদেরকে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী তার বক্তব্যে, গ্রাম আদালতের মাধ্যমে গ্রামের ছোটখাট বিবাদ মীমাংসা ও ইউপি সদস্যদের যে গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব আছে সেগুলো সঠিকভাবে পালন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নিলা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামির যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার,সাংস্কৃতি বিষয়ক সম্পাদক কবির আহমেদ প্রমুখ।
আরও পড়ুনঃ নরসিংদীতে মাধবদীতে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.