মোঃ আব্দুস সামাদ: ঝিনাইদহের মহেশপুর ৫৮-বিজিবি কুশাডাংগা ও বেনীপুর সীমান্ত থেকে শিশু সহ ৪২ জন বাংলাদেশী নাগরিককে উদ্ধার করে ভারতীয় ১৯৪ ব্যাটেলিয়ন বিএসএফ পুশ ব্যাক করেছে বলে বিজিবি জানিয়েছেন।
বিজিবি সুত্রে প্রকাশ রবিবার বিকালে কুসুমপুর সীমান্তে ৫টি পরিবারের ৩৩ জন এবং বেণীপুর সীমান্তে একই পরিবারের ৯জন মোট ৪২জনকে পুশ ব্যাক করে।
এর মধ্যে ১৯ শিশু রয়েছে। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম জানিয়েছেন উদ্ধার কৃতরা জানিয়েছে তারা ৮/১০ বছর আগে ভারতে যেয়ে বসবাস করে । ৫ টি পরিবার ছিলো গুজরাটে এবং একটি পরিবার ছিলো হরিয়ানায় রাজ্যে।
হরিয়ানা বিএসএফ তাদেরকে আটক করে সীমান্তে ১৯৪ বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে তারা আজ বিকালে পুশ ব্যাক করে। বিজিবি জানায় তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে পুলিশের সচেতনতামূলক প্রচারণা
Leave a Reply