রাশেদুল ইসলাম রনিঃ জামালপুরের বকশীগঞ্জে নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
২৭ মে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে
ঘুঘরাকান্দি ব্রিজ সংলগ্ন অতিবৃষ্টি ও নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা মাসুদ রানা। মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, ইউপি সদস্য , জিয়া, আসাদ, আনোয়ার গন অধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন , জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ আহমেদ রাজু সহ অনেকে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন জানান নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত ১০৬ পরিবারের মাঝে ৩০ কেজি চাউল বিতরণ করা হয়েছে।
Leave a Reply