এ.এস আব্দুস সামাদ: ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর আমীর অধ্যাপক আলী আজম মো. আবুবকরের মেজো ভাই ইমাম আজমের ইন্তেকালে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শোক প্রকাশ করেছে জেলা জামায়াত।
মরহুম ইমাম আজম ঝিনাইদহ জেলার সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের বাসিন্দা। সোমবার সন্ধ্যায় এক জেলা জামায়াতের পক্ষে দলটির সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাই সাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন।
তার পিতা ছিলেন মরহুম এম. এম. আলী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। দীর্ঘ প্রায় ৮ মাস ধরে মাজার ব্যথা জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার বিকালে নিজ গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
ইমাম আজম ছিলেন তিন ভাইয়ের মধ্যে মেজো। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। সোমবার এশার নামাজের পর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
তাঁর ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখা গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় জেলা জামায়াতের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, ''আমরা মরহুম ইমাম আজম সাহেবের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আল্লাহ তায়ালা যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং তার পরিবার-পরিজনকে এই শোক সইবার শক্তি দান করেন।'
আরও পড়ুনঃ নরসিংদীতে ১ জুন থেকে নরসিংদীতে আরও ৩ আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি শুরু
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.