পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাট চাষে উদ্বুদ্ধ করতে চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” প্রকল্পের আওতয়ায় উপজেলা পরিষদ হলরুমে ৭৫ জন চাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় জেলা পাট কর্মকর্তা দিলীপ চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, উপজেলা পাট কর্মকর্তা ফিরোজুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা দীপংকর রায় চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন। আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে ‘দক্ষতার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার’ রচনা ও পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত
5
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাট চাষে উদ্বুদ্ধ করতে চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” প্রকল্পের আওতয়ায় উপজেলা পরিষদ হলরুমে ৭৫ জন চাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় জেলা পাট কর্মকর্তা দিলীপ চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, উপজেলা পাট কর্মকর্তা ফিরোজুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা দীপংকর রায় চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন।
Leave a Reply