মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় পেঁয়াজ বীজ চুরির ঘটনায় ৩ জন চোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে বালিয়াডাঙ্গী উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রুহিয়া থানা পুলিশ। আটকৃত তসলিম উদ্দিন ও নুর নবী বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি গ্রামের বাসিন্দা। আটক আরেক জন হলেন রুহিয়া থানাধীন জামাদারপাড়া এলাকার নুর ইসলামের সন্তান সাজাপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৯ বস্তা উচ্চমানের পেঁয়াজ বীজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বীজের বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল কাদের বলেন, “আটককৃতদের মধ্যে ১ জন সাজাপ্রাপ্ত আসামি। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি এবং চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
চুরির ঘটনায় কৃষকদের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছিল। তবে এই অভিযানে স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মধ্যে। কৃষকরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন চুরি রোধে আরও কঠোর নজরদারির দাবি ।
আরও পড়ুন শেষ হলো চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরামের বার্ষিক আনন্দ ভ্রমণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.