নিজস্ব প্রতিবেদক মোঃ ফজলুর রহমানঃ সারাদেশে দিনাজপুরের চিরিরবন্দরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।
চিরিরবন্দর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
শনিবার ২৪মে ১০টায়,উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ইউনিয়ন পরিষদ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও গ্রাম আদালত ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করা।ইউরোপীয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় পরিচালিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় বিচার ব্যবস্থাকে সুদৃঢ় ও টেকসই করার লক্ষ্যে গ্রাম আদালতকে কার্যকর করতে ইউনিয়ন পরিষদকে দক্ষ করে তোলার কোন বিকল্প নেই। প্রশিক্ষণ হচ্ছে দক্ষতা উন্নয়নের মাধ্যম। তাই প্রকল্পের সহযোগিতায় ইউপি সদস্যদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয।
উক্ত প্রশিক্ষণ বাস্তবায়নের জন্য চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদ সদস্যদের গ্রাম আদালত বিষয়ক দুই-দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১২টি ইউনিয়ন পরিষদের সদস্যগণ উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উপজেলা আইসিটি কর্মকর্তা মাইদুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। এ সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি-
আব্দুল ওয়াদুদ,
সমাজ সেবা কর্মকর্তা হামিদুর রহমান,উপজেলা কো-অডিনোটর মোছা: নাদিয়া নাহিদ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-
কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ ঝিনাইগাতীতে ২২৯২ হতদরিদ্র পরিবার পেলো ভিডব্লিবি’র চাল
Leave a Reply