মালিকুজ্জামান কাকাঃ মাছের রাজ্য যশোর ঘরে ঘরে চাষী
শীতে বেজার গ্রীষ্ম এলেই মুখে হাসি
বড়ই উদার মৎস খাতের সর্ব কর্মজীবি
সূর্য উদয়ে দিন শুরু মুখ হাস্য আহা ছবি'।
উৎসবমুখর পরিবেশে যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির অভিষেক সম্পন্ন হয়েছে। যশোর মৎস্য গবেষণা ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অভিষেক অনুষ্ঠানের আগে যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির ২০২৫ বর্ষের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ৯টি পদের বিপরীতে নয় মনোনয়ন পত্র জমা হওয়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে জাহিদুর রহমান সভাপতি ও শামসুদ্দীন চৌধুরী সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যরা হলেন, সহ-সভাপতি একরামুল কবির, যুগ্ম-সম্পাদক আমিরুল হক, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ শেখ খালিদ শামছ্ বাবু, দপ্তর সম্পাদক বাসুদেব বর্মন, সদস্য জাহাঙ্গীর হোসেন ও ওবাইদুর রহমান।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ইবাদত খান এ ফলাফল ঘোষণা করেন। এরপর তিনি অভিষেক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান। শনিবার (২৪ মে) এসময় অতিথি ছিলেন যশোর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপকেন্দ্র প্রধান ড. আখেরী নাঈমা। এছাড়া যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সমিতির বিদায়ী সভাপতি ফিরোজ খান, হ্যাচারি মালিক সাইফুজ্জামান মজু ও শহিদুল ইসলাম বাবু, নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক বিধান চন্দ্র অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন ঠাকুরগাঁওয়ে ভুট্টার ভাম্পার ফলন হলেও দুশ্চিন্তায় দিন গুনছে চাষিরা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.