মোঃ আব্দুস সামাদ শৈলকুপা প্রতিনিধিঃ পরিবারকে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণ ও ১১ লক্ষ টাকা লুট।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা।গত কাল শনিবার (২৪মে) রাত আনুমানিক ২টার দিকে মোহাম্মদপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী রিপন মোল্লার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ভাষ্য মতে, ৮-১০ জনের একটি ডাকাত দল কালো কাপড় দিয়ে মুখ ঢেকে বিল্ডিং ঘরের লোহার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্র দেখিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। রিপন মোল্লা ঘুম থেকে উঠতে গেলে ডাকাতরা তাকে হুমকি দিয়ে বলেন,
চুপচাপ থাকবেন, না হলে পাশের রুমে থাকা ছেলেকে মেরে ফেলব। চিৎকার করবেন না, সকালে থানায় জিডি না করার হুমকি দেন।
পরিবারের সবাইকে আতঙ্কিত করে ডাকাতরা ঘরের আলমারি ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে ফেলে। লুট করে নিয়ে যায় প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ১১ লক্ষ টাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে ,সম্প্রতি শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। কয়েক মাসের ব্যবধানে ৯টি পরিবারের সর্বস্ব লুটে নিয়েছে ডাকাত দল। এবারকার ডাকাতি পূর্বের ঘটনাগুলোর চেয়ে ভিন্ন ছিল। আগে সাধারণত চেতনানাশক খাইয়ে রাতে ডাকাতি হতো, কিন্তু এবার সরাসরি দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবহেলায় এ ধরনের অপরাধ বেড়ে চলেছে। তারা বলছেন, এখন শৈলকুপার সকল গ্ৰাম অর্থাৎ ২৮৯টি গ্রামের মানুষ রাতে নিরাপদে ঘুমাতে পারছেন না। এ পর্যন্ত আনুমানিক ৬৫ থেকে ৭০ ভরি স্বর্ণালংকার এবং বিপুল পরিমাণ নগদ অর্থ লুট হয়েছে ডাকাত দলের হাতে।
এ বিষয়ে শৈলকুপা থানার (ওসি) মাসুম খান বলেন, আমাদের কাছে এটা ডাকাতি মনে হচ্ছে না,এটা দস্যু এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ বকশিগঞ্জে ৩ দিন ভূমি মেলা উদ্বোধন
Leave a Reply