মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুরঃ “নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি,নিজের জমি সুরক্ষিত রাখি”প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন হয়েছে।
সোমবার (২৫ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবাসমূহ, যেমন ঘরে বসে ভূমি উন্নয়ন কর পরিশোধ,ই-নামজারির আবেদন, ই-পর্চা ও দাখিলা গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে সরাসরি প্রদর্শনী ও সেবা প্রদান করা হচ্ছে।জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত মেলার বিভিন্ন স্টলে ভূমি সেবা বিষয়ক তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে।
মেলায় পাঁচটি ভূমিহীন পরিবারকে দলিল হস্তান্তর করা হয় এবং তিনজনকে ডিসিআর প্রদান করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.শাকিল আহমেদ,প্রেসক্লাব সভাপতি কাকন রেজা,জেলা বিএনপি নেতা মো.আবদুল আউয়াল চৌধুরী, জেলা জামায়াত নেতা মো. আবদুল বাতেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ রাজিবপুরে ঝুঁকিপূর্ণ অবস্থায় খাজার ঘাটের কাঠের ব্রীজ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.