সারিয়া চৌধুরী, লাকসামঃ কুমিল্লার লাকসামে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হযেছে। রোববার (২৫ মে) সকাল ১০:০০ঘটিকায় উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ও অতিরিক্ত দায়িত্বে সহকারি কমিশনার (ভূমি) কাউছার হামিদ মেলার উদ্বোধন করেন।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত মেলায় ভূমি অফিসের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সেবাগ্রহিতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনায সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ সেবাগ্রহিতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি সেবাগ্রহীতাদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা প্রদানের আশ্বাস দেন।
আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. আবদুল কুদ্দুছ, সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান দুলাল।
এসময় লাকসাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ পটিয়া মেহেরাটিতে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন, সাবেক এমপি, গাজী শাহজাহান জুয়েল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.