নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারাঃ কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলাকে মাদক প্রবণ এলাকা এবং ‘নিরাপদ রুট’ হিসেবে ঘোষণা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২০২৪ সালের ২৪ নভেম্বর সারাদেশে পরিচালিত জরিপ অনুযায়ী, টেকনাফের পরেই এসব এলাকা মাদক পাচারের জন্য চিহ্নিত হয়েছে।
রৌমারী উপজেলার সাহেবের আলগা সীমান্তবর্তী ১০৪৭ থেকে ১০৭২ নম্বর পিলার পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সীমান্ত পথ অত্যন্ত দুর্গম। এই কারণে ভারত থেকে সহজেই মাদক প্রবেশ করে এবং দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ফলে চোরাকারবারিরা রৌমারীকে মাদকের জন্য ‘নিরাপদ অভয়াশ্রম’ হিসেবে ব্যবহার করছে।
এই অঞ্চলের দাতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর, খেতারচর, ছাটকড়াইবাড়ি, চরবোয়ালমারী, চরেরগ্রাম, শৌলমারীর গয়টাপাড়া, কলমেরচর, বেহুলারচর, মোল্লারচর, রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী, চান্দারচর, রতনপুর, চরফুলবাড়ি, ভুন্দুরচর, বড়াইবাড়ী এবং যাদুরচরের বারবান্দা, খেওয়ারচর, আলগারচর, লাঠিয়ালডাঙ্গাসহ রাজিবপুর উপজেলার বালিয়ামারী, ব্যাপারীপাড়া, মিয়াপাড়া এলাকাগুলো মাদক পাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এখানে গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, অফিসার’স চয়েসসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচার হয়। শুধু রৌমারী নয়, আশেপাশের নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও লালমনিরহাট থেকেও মাদক ব্যবসায়ীরা এখানে নিরাপদে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
গত কয়েক মাসে একাধিকবার সিএনজিতে করে গাঁজা ও ফেনসিডিল পাচারের সময় জনতার সহায়তায় চালকসহ মাদক কারবারিদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সবশেষ, ২৫ মে ২০২৫ রবিবার দুপুর ১২টায় রৌমারী সিএনজি স্ট্যান্ড থেকে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় জনগণ ও সিএনজি চালক। পরে তাদের রৌমারী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটককৃতরা হলেন:
১. রবিউল ইসলাম রবিন (২৬), পিতা: সায়েদ আলী, গ্রাম: নীলুর খামার, থানা: নাগেশ্বরী
২. আনিসুর রহমান (৩৬), পিতা: মৃত মকবুল হোসেন, গ্রাম: নীলুর খামার, থানা: নাগেশ্বরী
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.