রাশেদুল ইসলাম রনিঃ জামালপুরের বকশীগঞ্জে উপজেলার দশানী নদী তীরবর্তী এলাকায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। কতৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ না নেওয়ায় গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে উপজেলার বাঙ্গালপাড়া,চরআইরমারী, মুন্দীপাড়া,ঘোগরাকান্দি, কলকিহারা, মাছিনরচর নদীর তীরবর্তী অর্ধশত ঘরবাড়ি ও শত শত বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে।
এদিকে ভাঙন রোধে ও নদী রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা।
রোববার (২৫মে) সকালে উপজেলার নদীর তীরবর্তী মেরুরচর মুন্দিপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়া আহমেদ সুমন,ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ আহমেদ রাজু, স্থানীয় বাসিন্দা সুন্দর আলী, ইউছুব আলীসহ অনেকেই।
মানববন্ধনে বক্তারা বলেন গতকয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে পাহাড়ি ঢলে দশানী নদীর পানি বাড়ার সাথে সাথে নদীতীরের মানুষের বসত বাড়ী, ফসলি জমি, মসজিদ, ঈদগাহ মাঠ নদী গর্ভে বিলিন হয়েগেছে।
গণ অধিকার পরিষদের বকশীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শাহরিয়া আহমেদ সুমন বলেন দ্রুত সময়ের মধ্যে নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ না নিলে উল্লিখিত এলাকায় আরো ঘরবাড়ি ও স্থাপনাসহ অসংখ্য জানমালের ভয়াবহ ক্ষতি সাধিত হবে।
এসব ভাঙনে দ্রুত পদক্ষেপ কার্যকর ব্যবস্থা ও ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারকে পূর্নবাসনেরর দাবি তোলেন বক্তারা
আরও পড়ুনঃ নরসিংদী মাদক সংগ্রহ সংক্রান্ত তর্কাতর্কির সময় খুন: ৩ মাদকসেবী বন্ধু গ্রেপ্তার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.