আমির হোসেন: ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ টিএন্ডটি রোডে ইটের দেওয়াল তুলে প্রায় ৬০০ মিটার দীর্ঘ একটি রাস্তার চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
এতে করে শিক্ষার্থীসহ প্রতিদিন চলাচলকারী প্রায় দুই শতাধিক মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। রাস্তাটি উপজেলার কবিরাজ বাড়ি খালের উত্তর পাড় হয়ে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মতিউর রহমানের বাড়ি পর্যন্ত বিস্তৃত। এলজিইডির আওতাধীন রাস্তাটির আইডি নম্বর ৫৪২৮৪৫২৫৫।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তাটির মাটির কাজ শুরু হলেও মতিউর রহমানের বাড়ির সামনে ইটের দেওয়াল তুলে প্রায় ৫০ ফুট রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়। ফলে রাস্তাটির পূর্ণাঙ্গ মাটির কাজ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে রাস্তাটি উন্মুক্ত করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিতের দাবিতে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে।
শনিবার (২৪ মে) বিকেলে মতিউর রহমানের বাড়ির সামনে রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে বক্তব্য দেন জহিরুল ইসলাম, মাহফুজুর রহমান বাচ্চু, তরিকুল ইসলাম, মো. আবদুল্লাহসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, শনিবার বিকেলে বেকু মেশিন দিয়ে রাস্তার কাজ চলাকালে মতিউর রহমানের স্ত্রী হাজেরা বেগম কাজে বাধা দেন, ফলে কাজ বন্ধ হয়ে যায়। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই রাস্তা দিয়ে যাতায়াত করলেও হঠাৎ করে দেওয়াল তুলে তা বন্ধ করে দেওয়া সম্পূর্ণ অমানবিক।
এবিষয়ে ঠিকাদারের দায়িত্বে থাকা মনিরুজ্জামান রেজওয়ান বলেন, শুরু থেকে রাস্তা তৈরি করে মতিউর রহমানের বাড়ি পর্যন্ত আসলে তার স্ত্রী হাজেরা বেগম রাস্তা তৈরি করতে বাঁধা দেওয়া কাজ বন্ধ আছে।
এদিকে মতিউর রহমানের স্ত্রী হাজেরা বেগম জানায়, ঠিকাদারের লোক রেজোয়ান লোকজন নিয়ে রাতের আধারে আমার বিল্ডিং ঘেঁষে খাল কাটা শুরু করে। তারা যেখান থেকে রাস্তা চাইছে সেটা আমার ক্রায়কৃত সম্পত্তি।
এলাকাবাসী দ্রুত রাস্তা উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে ভুট্টার চাষীদের দুশ্চিন্তায় দিন গুনছে, ভারী বর্ষণ কারণে !
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.