মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলায় প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়েছে।
২দিন ধরে বৃষ্টির পরিমাণ কম হওয়ার কারণে ভুট্টা চাষিরা ভুট্টা তোলা নিয়ে ব্যস্ত রয়েছেন ।
কয়েক দিনের টানা বৃষ্টিতে ভুট্টা চাষের কৃষক’রা পড়েছেন বিপাকে। আবহাওয়া খারাপ থাকায় এবং আবাদি জমি কাঁদা-পানিতে ভরে যাওয়ায় কৃষকরা মাঠ থেকে তুলতে পারছেন না, এই মৌসুমের জনপ্রিয় ফসল ভুট্টা ।
যে সব ভুট্টা তোলা হয়েছে, সেগুলোও বিক্রির জন্য বাজারে নিতে পারছেন না তারা। বাড়ির উঠান কিংবা আঙিনায় ঢিবি আকারে রেখেছেন সে সব ভুট্টা। আবহাওয়া খারাপ থাকায় ভুট্টা বিক্রিও বন্ধ হয়ে গেছে, হারিয়ে গেছে… কৃষকের মুখের হাসি।
বিশেষ করে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, ও লালমনিরহাটের কৃষকদের অবস্থা সবচেয়ে করুণ। এই অঞ্চলের ভুট্টা উৎপাদনকারী চাষিরা জানান, প্রতি বছর এই সময়টাতে ভুট্টা বিক্রি করে সংসারের খরচ মেটানো হয়। কিন্তু এবার টানা বৃষ্টির কারণে ভুট্টা জমিতেই নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার ভুট্টা চাষি রবিউল ইসলাম বলেন, ‘বৃষ্টির কারণে এক সপ্তাহ ধরে ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তুলে বাড়িতে আনতে পারছি না ।
আবার আবহাওয়ার অনুকূলের কারণে ভুট্টার দামও কম , সঠিক সময়ে শ্রমিকও পাওয়া যাচ্ছে না, ২ দিকে বিপদে পড়েছেন ভুট্টা চাষীরা । ২ দিন ধরে বৃষ্টি কম তাই ভুট্টা চাষীরা ভুট্টা তুলে বাড়িতে আনার জন্য ব্যস্ত রয়েছেন ।
আরও পড়ুন কালাইয়ে উপজেলা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.