সিনিয়র স্টাফ রিপোর্টা শ্রী রামবাবু বর্মনঃ জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে “সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অফ মাদার অ্যান্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম” শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় ২৫ মে ২০২৫ রবিবার সকাল ১০টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল— “যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা”।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান।
“বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪” বিষয়ক এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন:
জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক লায়নুন নাজমা বেগম
কালাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন।
প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন: কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা মাহবুব-উল-আলম
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশেদুল আলম
উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন
উপজেলার পাঁচটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুনঃ নলছিটিতে ভূমি সেবা সপ্তাহে ডিজিটালায়নে র্যালি ও মতবিনিময় সভা
Leave a Reply