মোঃ আব্দুস সামাদ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ১৩ নং উমেদপুর ইউনিয়নের রয়েড়া কেন্দ্রীয় জামে মসজিদে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ মাগরিব অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মোঃ মোয়াজ্জিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক। মোঃ জুলকার নাঈম।
বক্তারা বলেন, “দেশের জনগণ আজ একটি ন্যায়ভিত্তিক ও আদর্শবান নেতৃত্বের প্রত্যাশা করছে। জামায়াতে ইসলামী সেই নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।” তাঁরা আগামী নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান।
এ সময় স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং নির্বাচনী রণকৌশল ও সাংগঠনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।৷
আরও পড়ুনঃ মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্বারক পেল “মানবতার কল্যাণে আমরা “
Leave a Reply