নিজস্ব প্রতিবেদক:প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়লেও উপদেষ্টা পরিষদ বা সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ দেখা যায়নি। তবে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগ ইস্যুতে আলোচনা হলেও ইউনূস শুক্রবার সারাদিন যমুনা বাসভবনে ছিলেন। আজ শনিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে,তবে কোনো ব্রিফিং হবে না বলে জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, বিশেষ আলোচ্যসূচি সম্পর্কে তিনি কিছু জানেন না।
জামায়াতে ইসলামীর নেতারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাইলেও এখনো সময় পাননি। বিভিন্ন রাজনৈতিক দল সংস্কার ও সুষ্ঠু নির্বাচন চায়, বিএনপি সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করছেন। ড. ইউনূসের একজন সহকারী জানান, প্রধান উপদেষ্টা মনে করেন, প্রশাসন ও কমিশনের ওপর সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নেই, ফলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ড. মুহাম্মদ ইউনুস তিনি এখনো মিডিয়ার সামনে আসেনি।
উপদেষ্টারা এ ইস্যুতে প্রকাশ্যে কিছু বলতে চান না, তবে ড. ইউনূসের সিদ্ধান্তকেই গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবেই,সরকারের দায়িত্ব শুধু নির্বাচন নয়-সংস্কার ও পাশাপাশি বিচারও।
আরও পড়ুনঃ স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে মায়ের কোল থেকে বিচ্ছিন্ন ৭ দিন বয়সী নবজাতক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.