বিশ্বজিৎ চন্দ্র সরকার - বিশেষ প্রতিনিধিঃ জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (২৩ মে) বিকাল ৩টায় রাজধানীর মিরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, “সাংবাদিকদের মৌলিক অধিকার নিশ্চিত ও সরকারি ভাতা প্রদান সময়ের দাবি।” তিনি দৈনিক মাতৃজগত-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, “সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করতে হবে।”
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর জোনের ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌস। তিনি বলেন, “সাংবাদিকদের সংবাদ সংগ্রহের সময় নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব তালুকদার রুমী, ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন। তারা সবাই সাংবাদিকদের স্বাধীনতা, নিরাপত্তা এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন এবং উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকার সম্পাদক, প্রতিবেদক, সংগঠনের প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
অনুষ্ঠান শেষে সম্পাদক খান সেলিম রহমান বলেন, “দৈনিক মাতৃজগত কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি। সবার সহযোগিতায় এই পত্রিকাকে একটি নিরপেক্ষ আদর্শ দৈনিকে পরিণত করবো।”
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.