মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী সদর উপজেলার রুহিয়া থানা শহরে প্রতিদিন যাতায়াত করে লক্ষাধিক মানুষ।
শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও যোগাযোগের গুরুত্বপূর্ণ এই শহরে নেই কোনো গণশৌচাগার। ফলে পথচারী ও যাত্রীদের প্রাকৃতিক চাহিদা মেটাতে হাসপাতাল চত্বরই এখন ভরসা, যা স্বাস্থ্যসেবা ও পরিবেশ দুটোকেই করছে হুমকির মুখে।
বিশেষ করে রুহিয়া চৌরাস্তায় প্রতিদিন শত শত যাত্রী ওঠানামা করলেও সেখানে নেই কোনো পাবলিক টয়লেট। পুরুষরা কোনোভাবে হাসপাতাল এলাকায় প্রয়োজন মেটালেও নারী ও শিশুরা পড়ছেন চরম অসুবিধায়। এতে করে একদিকে যেমন পরিবেশ হচ্ছে দূষিত, অন্যদিকে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম।
হাসপাতাল চত্বর দিনভর ব্যবহৃত হচ্ছে পাগলু, ভ্যান ও সিএনজি স্ট্যান্ড হিসেবে, ফলে রোগীদের চিকিৎসা নিতে গিয়ে পড়তে হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতিতে। স্থানীয়রা জানায়, এ বিষয়ে বহুবার দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। রুহিয়া হাসপাতালের এক কর্মচারী জানান, বহিরাগতদের দ্বারা হাসপাতাল চত্বর নোংরা হয়ে যাচ্ছে,পরিষ্কার-
পরিচ্ছন্নতা রক্ষা কঠিন হয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দা ইমরান রানা বলেন, এত গুরুত্বপূর্ণ এলাকায় টয়লেট না থাকা লজ্জাজনক ও স্বাস্থ্যহানিকর। ঠাকুরগাঁও জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবুল বাসার মো: সায়েদুজ্জামান বলেন, বিষয়টি ইউনিয়ন পরিষদ ও থানাকে জানানো হয়েছে, এবং স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতার প্রয়োজন রয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, “জনগণের প্রয়োজন বিবেচনায় আগামী অর্থবছরের বাজেটে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেয়া যেতে পারে।”
আরও পড়ুনঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-কে সহায়তা করবেন সেনা প্রধান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.