
মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ২২০ বছর বয়সি বিশাল বিস্ময়কর গাছটিতে থোকায় থোকায় ঝুলছে আম।
প্রায় ৭৩ শতক জমিজুড়ে বিস্তৃত গাছটি থেকে এবার ৩০ থেকে ৪০ মণ আমের আশা করছেন মালিক দুই ভাই নূর ইসলাম ও সাইদুর রহমান। বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তঘেঁষা মন্ডুমালা গ্রামে সুবিশাল ঐ সূর্যপুরী আমগাছ এলাকায় গিয়ে দেখা যায়, দেখতে বাগান মনে হলেও একটি গাছেই ঝুলছে আম। গাছটির উচ্চতা আনুমানিক ৮০ থেকে ৯০ ফুট।
গাছটির অদ্ভুত দিক হলো ডালগুলো। দেখতে অনেকটা নদীর ঢেউয়ের মতো উঁচু-নিচু। মূল কাণ্ড থেকে বেরিয়েছে ২০টির মতো শাখা। গাছটির শাখাগুলোর দৈর্ঘ্য আনুমানিক ৪০ থেকে ৫০ ফুটের মতো।
গাছের প্রতিটি ডালে অনায়াসে হাঁটাচলা ও বসা যায়। এদিকে দৃষ্টিনন্দন আম গাছটি দেখতে দর্শনার্থীরা দূরদূরান্ত থেকে ছুটে এলেও জায়গাটিতে এখনো বিনোদনের তেমন কোনো ব্যবস্থা গড়ে তোলা হয়নি। মোঃ সিয়াম নামের এক দর্শনার্থী বলেন, গাছটি দেখার জন্য প্রতিনিয়ত দূরদূরান্ত থেকে আমার মতো অনেকেই আসেন। কিন্তু দর্শনার্থীদের জন্য তেমন সুযোগ-সুবিধা নেই। গাছটি ঘিরে পুরো এলাকাটির আরও সৌন্দর্যবর্ধন করা প্রয়োজন।
আরও পড়ুনঃ টাঙ্গাইলের কালিহাতীতে কৃষি অফিসের উদ্যেগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.