মোঃ আব্দুস সামাদ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাট ফাজিলপুরে ময়লা ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে।শুক্রবার সকালে উপজেলার ১১ নং আবাইপুর ইউনিয়নের হাট ফাজিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।এতে দুই পরিবারের পাঁচজন নারী আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বাড়ির সামনের জায়গায় ময়লা ফেলা নিয়ে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। জিয়ার স্ত্রী ধূলি খাতুন ও ফরিদুলের স্ত্রী রকেয়া খাতুনের মধ্যে , একপর্যায়ে বাকবিতণ্ডা গড়ায় হাতাহাতিতে। পরে দুই পক্ষের আরও সদস্য জড়িয়ে পড়েন। এতে রেশমা (৪০), ধূলি (৩৫), সপ্না (২৫), রোকেয়া (৬০) ও ইয়াসমিন (৩০)-সহ অন্তত পাঁচজন আহত হয়।
আহত ধূলি অভিযোগ করে বলেন, “রোকেয়া ও তার দুই পুত্রবধু ইয়াসমিন এবং সপ্না মিলে আমাকে মারধর করেছে। আমি কিছু বুঝে ওঠার আগেই ওরা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে।”
অন্যদিকে ইয়াসমিন বলেন, “ধূলি আগে আমাদের ওপর চড়াও হয়। আমরা আত্মরক্ষার্থে প্রতিরোধ করি। তারা আগে মারধর শুরু করেছে।”
ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, বাড়ির সামান্য বিষয় নিয়ে এমন সংঘর্ষ দুঃখজনক। তারা দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply