মোঃ আব্দুস সামাদ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পল্লী চিকিৎসক তোফাজ্জেল হোসেনের বাড়িতে একদল দুর্বৃত্ত সশস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী তোফাজ্জেল হোসেন জানান, দীর্ঘদিন ধরেই পারিবারিক জমি নিয়ে প্রতিবেশী রুমা খাতুন ও তার পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির আগেই শনিবার সকালে রুমা খাতুনের নেতৃত্বে একদল সশস্ত্র লোক তার বাড়িতে অতর্কিতে হামলা চালায়।
হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার বসতঘর ও আসবাবপত্রে ভাঙচুর চালায়। পরে পাশের কলাক্ষেতে ঢুকে কয়েক শতাধিক কলাগাছ কেটে ফেলে।
তোফাজ্জেলের স্ত্রী ও সন্তানরা বলেন, হামলার সময় তারা প্রাণভয়ে ঘরের ভেতরেই আতঙ্কে ছিলেন। হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। ঘটনার পর থেকে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এলাকা ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় আশপাশের কেউ বাধা দিতে সাহস পাননি। এলাকাবাসীর অভিযোগ, এ ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড বারবার ঘটলেও প্রশাসনের যথাযথ ভূমিকা দেখা যাচ্ছে না।
অভিযুক্ত রুমা খাতুন এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কোনো হামলা করিনি, এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র।”
এদিকে ভুক্তভোগী পরিবার শৈলকুপা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। থানা সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ রুখতে প্রশাসনের কঠোর ভূমিকা এবং নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অন্যথায়, গ্রামে আরও অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
আরও পড়ুনঃ বকশীগঞ্জে দশানী নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে বসত ভিটা ও ফসলি জমি!
Leave a Reply