মোঃ লিটন হোসেন ঝিনাইদহঃ
শুক্রবার (২৩ মে) সকাল ৮টার দিকে ঝিনাইদহ আরাপপুরে রাবেয়া হসপিটালের ডা: তারিক আক্তারখান এর ব্যাক্তিগত ড্রাইভার অনিল বিন (২৮) এর ঝুলন্ত লা//শ উদ্ধার হয়েছো । জানাযায়, ড্রাইভার অনিল বিন ময়মনসিংহ সদর উপজেলার চর কালীবাড়ী এলাকার হীরালাল বিনের ছেলে।
গতোকাল ডাক্তার’কে হসপিটালে নিয়ে আসার পরে রাবেয়া হসপিটালের একটি কেবিনে ছিলো রাত্রিযাপনের উদ্দেশ্য ,কিন্তু সকাল তার ঝুলন্ত মরা দেহ উদ্ধার হয়েছে।
রাবেয়া হসপিটালে মৃ/ত্যু/র বিষয়টি নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছে, কেউ বলছে প্রেম ঘটিত বিষয়ে প্রেমিকার সাথে রাগ করে আ/ত্ম/হ/ত্যা করেছে। আবার অন্যদিকে উদ্ধার হওয়া মৃ/ত/দে/হের কিছু বিষয় ক্রাইমছিন বল্লেও অসম্ভব কিছু নয়, ঝুলন্ত বেক্তির একটা হাত জানালার গ্রীলে ঢোকানো। পায়ের পাশেই খাট! ফ্লোর থেকে দেহের দুরত্ব এক ইঞ্চির মতো সব মিলিয়ে সঠিক তদন্ত ও সুরতহাল প্রতিবেদনেই বোঝা যাবে ঘটনার মোটিভটা কি ছিলো।!
এদিকে বেক্তিগত ড্রাইভার এভাবে মারা গেলেও ডাক্তার তারিক আক্তারখানের মধ্যে কোনো ধরনের অনুভূতি দেখা যায়নি, তিনি নিজের কাজেই ব্যস্ত আছেন।
আরও পড়ুনঃ আনার হত্যা: ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে আটকে বাংলাদেশের তদন্ত
Leave a Reply