মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে মোটরবাইক চুরি করে পালিয়ে যাবার সময় জনতার হাতে চোর আটক।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোর রবিউল ইসলামকে (২২ মে) বৃহস্পতিবার রাতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে ২২ মে বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম জামে মসজিদের সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসার সুপারের ব্যবহি্ত মোটরবাইকটি প্রতিষ্ঠানের সামনে লক করে রেখে ।
এমন সময় রানীশংকৈল উপজেলার আরশি গ্রামের রমজান আলীর ছেলে রবিউল ইসলাম ও একই এলাকার মোটরবাইক মেকার আনোয়ার হোসেন ৷ মিলে তার প্রতিষ্ঠানের সামনে থেকে মোটরবাইকটি চুরি করে পালিয়ে যাবার সময় জনতার হাতে চোর রবিউল ইসলামকে আটক করে অপর চোর আনোয়ার হোসেন পালিয়ে যায়।
পরে থানা পুলিশ ও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দেবনাথ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত স্বাক্ষীদের জবান বন্দী জেনে শেষে চোর রবিউল ইসলামকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে ।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি শওকত আলী সরকার বলেন, লাহীড়ী হাটে মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাবার সময় জনতার নিকট ধৃত হলে সংবাদ পেয়ে পুলিশ ও ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গিয়ে চোরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়। দন্ডপ্রাপ্ত আসামীকে আগামীকাল ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হবে।
আরও পড়ুনঃ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সফলতা লাভে প্রশিক্ষণের বিকল্প নেই
Leave a Reply