মোঃ আব্দুস সামাদ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মীনগ্রাম সর:প্রাথমিক বিদ্যালয়ে সরকারি মূল্যবান মেহগনি গাছের মোটা ডাল কেটে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মাহমুদ ও স্থানীয় বিএনপি নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাছের একটি মোটা ডাল কেটে ফেলা হয় এবং সেটি বিক্রির জন্য দরদাম চলছিল। এলাকাবাসীর দাবি, এটি কোনো সাধারণ ডাল নয়—প্রায় ৮ হাজার টাকার সমমূল্যের কাঠের লগ। তারা বাধা না দিলে হয়তো গোপনে বিক্রিও হয়ে যেতো।
ঘটনাটি জানাজানি হলে সাধারণ মানুষ প্রতিবাদ জানায় এবং একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। পরে শৈলকুপা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযুক্তরা এ অভিযোগ অস্বীকার করে বিষয়টি বিদ্যুৎ বিভাগের প্রয়োজনের কথা বলে দোষ চাপানোর চেষ্টা করেন। তবে এলাকাবাসী তা মানতে নারাজ। তাদের ভাষ্য, ‘এভাবে সরকারি সম্পদ ধ্বংসের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
স্থানীয় জনগণের একটাই দাবি—এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অনৈতিক কাজ করতে সাহস না পায়।
আরও পড়ুনঃ শৈলকুপায় ময়লা ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে সংঘর্ষ, আহত ৫
Leave a Reply