এ.এস আব্দুস সামাদ প্রতিনিধি:১০ লিটারে এক লিটার তেল কম দেওয়ার অভিযোগ: ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অবস্থিত মৌসুমী শপিংমলসহ বিভিন্ন ফিলিং ষ্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (২১ মে) বিকালে এই অভিযান পরিচালনা করেন ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আযম, বিএসটিআই’র ফিল্ড অফিসার দীপংকর দত্ত, আদালতের নাজির হাবিবুর রহমান ও আসাফ উদ-দৌলা মাসুমসহ পুলিশের একটি টিম।
অভিযানে পরিমাপে কম দেওয়ার দায়ে তাজ ফিলিং ষ্টেশনকে ২০১৮ সালের ওজন ও পরিমাপ আইনের ৪৬ ধারা অনুযায়ী ২৫ হাজার ও কালাম ফিলিং ষ্টেশনকে ৪০ হাজার নগদ অর্থ অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। অন্যদিকে শহরের পায়রা চত্বরে অবস্থিত মৌসুমী শপিং মলে নকল প্রসাধনী রাখা ও বিক্রির দায়ে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আযম জানান, ফিলিং ষ্টেশনে ওজন ও পরিমাপ আইনে এবং শপিং মলে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিএসটিআই’র একটি টিম উপস্থিত ছিলেন। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.