মো: হোসেন শাহ্ ফকির, ইসলামপুর ( জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের পূর্ব বামনা এলাকায় গত রবিবার (১১ মে) দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
২২ মে (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান ৫টি পরিবারের মাঝে নতুন ঘর নির্মাণের জন্য এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন।
জানাযায়, গত রবিবার (১১ মে) দুপুরে আগুনে চিনাডুলী ইউনিয়নের পূর্ব বামনা গ্রামে হামিদা খাতুনসহ কৃষক আ: রাজ্জাক, মো: ছানু, সাজেদা বেগম ও পানফুল বেগমের পাঁচটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন।
এ সময় উপস্থিতি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো: আবু তাহের মোল্লাহ, মুদ্রাক্ষরিক হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু, পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হোসেন শাহ ফকির, চিনাডুলী ইউপির প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন ও ইউপি সদস্য আ: মোতালেব প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান জানান, আমরা ইসলামপুর উপজেলার বিভিন্ন এলাকায় আগুনে ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকার মাধ্যমে সরকারি সহায়তা দিয়ে যাচ্ছি। সরকারের এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে। গত কয়েকদিন আগে ইসলামপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে যাচাই বাছাই করে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.