মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুরঃ সীমান্তবর্তী শেরপুর জেলার ঝিনাইগাতীতে ২০ মে মঙ্গলবার
উপজেলার কাংশা ইউনিয়নের গজনী দরবেশতলায় বন্য হাতীর পায়ে পিষ্ট হয়ে আব্দুল হাকিমের পুত্র আকাশ মিয়া (৪০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) রাত আনুমানিক ৯ টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ প্রতিদিনের মতো বাড়ির বাইরে ছিল।এ সময় পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে একটি বন্য হাতি লোকালয়ে চলে আসে এবং হঠাৎ আকাশকে আক্রমণ করে। ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয় লোকজনে তাকে জুরুরি ঝিনাইগাতী সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত্যু বলে জানান ।
অপর দিকে প্রায় দেড় ঘণ্টার ব্যবধানে বন্যহাতির আক্রমনে এফিলিস মারাক (৫২) নামে আরও এক আদিবাসীর মৃত্যু হয় -দের ঘন্টার মধ্যে দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত ৯ টা ও সাড়ে দশটার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের বড় গজনী দরবেশ তলা এবং গজনী-বাকাকুড়া রোড়ে পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম আকাশ গান্ধিগাঁও গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং এফিলিস বড় গজনী গ্রামের সোহান মারাকের ছেলে।
এ বিষয়ে কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জানান আমরা দুই পরিবারের যতটুকু সম্ভব সহযোগিতা করবো,ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসরাফুল ইসলাম রাসেল বলেন উপজেলা প্রশাসনের পক্ষথেকে পরিবারদের কে আর্থিক সহযোগিতা করা হবে,বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম বলেন বন বিভাগ থেকে আইনগতভাবে আর্থিক সহযোগিতা করা হবে।
আরও পড়ুনঃ নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি পেল আরও ৩ আন্তঃনগর ট্রেন
Leave a Reply