এসডি সোহেল রানাঃ শেরপুর শ্রীবরদী আজ ২০/০৫/২৫ তারিখ থেকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সময়ে জলাতঙ্কের ভ্যাকসিন সহজলভ্য করা হয়েছে।
এতদিন যে ভ্যাকসিন এর জন্য শেরপুরে যেতে হতো, বাইরে থেকে কিনে দিতে হতো, রোগীদের অনেক দুর্ভোগ পোহাতে হতো সেটি এখন বিনামূল্যে শ্রীবরদী হাসপাতালেই গ্রহণ করা যাবে।
কুকুর, বিড়াল, বন্যপ্রাণী, বেজি, শেয়াল, বানর এসব প্রাণীর কামড় বা আঁচড়ে যদি আক্রান্ত হন তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসুন এবং জলাতঙ্কের ভ্যাকসিন গ্রহণ করুন।
যে ভ্যাকসিন টি হাসপাতালে পাওয়া যাবে সেটি হলো HDCV ( human diploid cell vaccine) . জলাতঙ্কের ভ্যাকসিন দুটি পদ্ধতিতে নেওয়া যায়, চামড়ার ভিতরে এবং মাংসপেশিতে।
চামড়ার ভিতরে ০.১ মিলি মাত্র ৩ টি ডোজ যা ০ , ৩, ৭ তম দিনে প্রতিবার দুই বাহুতে নিতে হবে।
মাংশপেশী তে ৪ টি ডোজ , ১ ভায়াল পুরো টা প্রতিবার এক বাহুতে যা ০, ৩, ৭, ১৪ তম দিনে নিতে হবে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
শ্রীবরদী, শেরপুর
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.