মোঃ আব্দুস সামাদ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহিষাডাঙ্গা গ্রামে সেচপাম্প ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুর রহমান (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে নিজ জমির পাশেই এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজলুর রহমান প্রতিদিনের মতোই তার কৃষিকাজে নিয়োজিত ছিলেন। দুপুরে জমিতে সেচ দেওয়ার উদ্দেশ্যে তিনি সেচপাম্প ঘরে প্রবেশ করেন। হঠাৎ করে ঘরের দেয়ালে হেলান দিলে তড়িতাহত হন তিনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনে ত্রুটি থাকায় ঘরের দেয়াল বিদ্যুতায়িত হয়ে পড়ে। মুহূর্তেই তিনি নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফজলুর রহমান একজন পরিশ্রমী ও শান্ত স্বভাবের কৃষক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।”
স্থানীয় ইউপি সদস্য জানান, “বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সেচপাম্প ও কৃষি বিদ্যুৎ সরঞ্জামগুলোর নিয়মিত তদারকি নিশ্চিত করা।” এ ঘটনাটি আবারও গ্রামীণ কৃষিক্ষেত্রে নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরেছে। পরিবারের আহাজারি আর প্রতিবেশীদের চোখের জলে ভারী হয়ে উঠেছে মহিষাডাঙ্গা গ্রামের বাতাস।
আরও পড়ুনঃ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে পানতিতা গ্রামের চলমান পাকা রাস্তার কাজ বন্ধে দুর্ভোগ চরমে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.