মৌলভীবাজার প্রতিনিধি: দীপ্ত নিউজ-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ছালামিটিলা এলাকার কৃতি সন্তান ও ছালামিটিলা তাঁরা যুব সংঘের সাধারণ সম্পাদক মুফিদুল ইসলাম মুফিদ। তাকে এ নিয়োগ প্রদান করেন দীপ্ত নিউজের সম্পাদক ও প্রকাশক দুরুদ আহমদ।
নিয়োগ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এবং দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকসি ইকবাল আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত দীপ্ত নিউজের সম্পাদক ও প্রকাশক দুরুদ আহমদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক খবর পত্র–এর জেলা প্রতিনিধি শ.ই. সরকার জবলু, দৈনিক আজকের সত্য প্রকাশের ক্রাইম রিপোর্টার ও ক্রাইম টিভি ২৪-এর সিলেট বিভাগীয় ব্যুরো চিফ মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বকসি ইকবাল আহমদ বলেন, “মুফিদুল ইসলাম মুফিদ যেন নিষ্ঠা, সততা ও নিরপেক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করেন—এ কামনাই করি। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতার জন্য আমরা শুভকামনা জানাই।”
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.