নিজস্ব প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে ইঞ্জিন চালিত ভটভটি উল্টে রাকিব হাসান (১৮) এক যুবকের মত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দুপুর ১২ টার দিকে বকশীগঞ্জ -জামালপুর সড়কের টানা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাকিব হাসান নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর দাড়িপুরা এলাকার শাহা আলীর ছেলে৷
স্থানীয় সূত্র জানায়, রাকিব হাসান ভটভটি চালিয়ে ঝগড়ার চর এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া টানা ব্রিজ এলাকায রাস্তার ওপর একটি গরু দৌড়ে এলে গরুকে বাঁচাতে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায় এবং রাকিব গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যান। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে রাকিব হাসান মৃত্যু বরণ করেন। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে৷
আরও পড়ুনঃ মুফিদুল ইসলাম মুফিদ দীপ্ত নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.