মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর:শেরপুরের নকলা উপজেলার ধুকুরিয়া এলাকায় “পলিন কসমেটিক অ্যান্ড হারবাল প্রোডাক্ট” নামের একটি অবৈধ প্রসাধনী কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে কারখানাটি সিলগালা করে দিয়েছে প্রশাসন।
শনিবার (১৮ মে) বিকেল ৫ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ও ভেজাল কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল।
অভিযানকালে কারখানার ভেতর থেকে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান,অনুমোদনহীন বিপুল পরিমাণ প্রসাধনী পণ্য,সঠিক লেবেলবিহীন বোতল ও মোড়ক, এবং কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া পরিচালিত কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার বলেন,“তাদের উৎপাদিত ৪৪ টি পণ্যের মধ্যে ২৭ টির নমুনা সংগ্রহ করা হয়েছে।
কোনো বৈধ কাগজপত্র না থাকায় এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।অভিযানে নকলা থানা পুলিশ, এনএসআই প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়।অভিযানের খবরে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসে।
তাঁরা প্রশাসনের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এমন অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।উল্লেখ্য,ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের এমন তৎপরতা এলাকায় প্রশংসিত হচ্ছে।
আরও পড়ুনঃ ঝালকাঠিতে সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠান
Leave a Reply