নিজস্ব প্রতিবেদক:দিনাজপুরের বীরগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৪। এই দুর্ঘটনায় গুরুতর আহত-৩।
সোমবার সকাল অনুমানিক ৭টায়, দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি একেবারেই দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে।
দুর্ঘটনায় ঘটনাস্থলে মাইক্রোবাস চালক ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনি পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মানিক হোসেন (৩৪) ও মাইক্রোবাসের যাত্রী একই উপজেলার হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) নিহত হন। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের আরও দুই যাত্রী নিহত হন। তারা হলেন ইমদুল (৪০) ও ঠাকুরগাঁও সদর উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর জুলফিকার (৪৫)।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর ও উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ভোর ৭টায়, প্রচন্ড বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুর গামী। অপরদিকে- একটি ট্রাক ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে ছিল। পথিমধ্যেই ঘটনাস্থলে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। সেখানে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মাইক্রোবাসের এক যাত্রী মারা যান। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনায় চলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে আহতদের হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় যান চলাচল বর্তমান স্বাভাবিক রিপোর্ট লেখা পর্যন্ত রয়েছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর জানান,আইনগত ব্যবস্থা গ্রহণ করা চলমান।
আরও পড়ুনঃ শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
Leave a Reply