দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের প্রথম ব্যাচের ছাত্র উচ্চশিক্ষা গ্রহণে জাপান গমন উপলক্ষে অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে (শনিবার) উপজেলার সনন্দবাড়ী জাপানিজ স্কুলের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাপানিজ স্কুলের ব্যবস্থাপনা পরিচালক রোকনুজ্জামান কবির সঞ্চালনায় ও চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়ার সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান।
সানন্দবাড়ী জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের দোয়া অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সানন্দবাড়ী বাজার শাখার সভাপতি আব্দুল মতিন সরকার , সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলের পরিচালক আব্দুস সবুর, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল খালেক মোশারফ, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য বাবুল আক্তার, সানন্দবাড়ী লম্বা পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক শহিদুর রহমান প্রমূখ।
অত্র জাপানিজ স্কুলের সার্বিক তত্ত্বাবধায়ক আবু দাউদ বলেন, আমাদের স্কুলের প্রথম ব্যাচের ছাত্র জাকারিয়া আল মামুন রাফি, পিতাঃ হাসমত আলী জাপানে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তার ভবিষ্যত সাফল্য কামনা করছি।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশ, ১৭ বাংলাদেশী আটক
Leave a Reply