বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিখোঁজের তিনদিন পর এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার ধানকোড়া এলাকার একটি ছনের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম লক্ষ্মী রানী সরকার (৬০)। তিনি ধানকোড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ সরকারের স্ত্রী।
নিহতের ছেলে বিজয় কুমার সরকার জানান, “মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় বাড়ির আঙিনায় মাকে দেখতে পাই। এরপর বাবা বাইরে ছিলেন, আমিও বাসায় ছিলাম না। মা শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাড়িতে ফিরে দেখি মা নেই। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি, মাইকিংও করেছি, কিন্তু কোথাও পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, “শুক্রবার সন্ধ্যায় আমার বোন দুলালী রানী সরকার বাড়ির পূর্ব-দক্ষিণ পাশে ছনের ক্ষেতে গিয়ে মায়ের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন। পরে কাশিয়ানী থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।”
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা না গেলেও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আরও পড়ুনঃ কালাইয়ের পুনট ইউনিয়নে ইমারত নির্মাণ শ্রমিকদের বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.