সিনিয়র স্টাফ রিপোর্টার শ্রী রামবাবু বর্মনঃ জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নে ইমারত নির্মাণ শ্রমিকদের উদ্যোগে এক আলোচনা সভা ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ মে ২০২৫, শুক্রবার বিকেল ৪টায় পুনট দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সভায় “এক হও, এক হও” প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রমিকদের ঐক্য ও সংগঠনের শক্তিশালী ভিত্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাব্বিউল হাসান রাব্বি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম হোসেন, আহ্বায়ক কালাই থানা বিএনপি ও পুনট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোঃ আনিসুর রহমান, সিনিয়র আহ্বায়ক, পুনট ইউনিয়ন বিএনপি
মোঃ শাহিনুর ইসলাম, আহ্বায়ক, পুনট ইউনিয়ন বিএনপি
মোঃ কামরুজ্জামান তালুকদার হিরো, কালাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব
মোঃ আঃ মান্নান, যুগ্ম আহ্বায়ক কমিটির সদস্য
মোঃ শামীম, যুগ্ম আহ্বায়ক কমিটির সদস্য
প্রধান অতিথি মোঃ ইব্রাহিম হোসেন তাঁর বক্তব্যে বলেন, “পুনট ইউনিয়নের সকল নির্মাণ শ্রমিক যেন ঐক্যবদ্ধ থাকে এবং সংগঠনটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে জন্য প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইমারত নির্মাণ শ্রমিকবৃন্দ। তারা নিজ নিজ মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং সংগঠনের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়, যা শ্রমিকদের অধিকার, সম্মান ও সংগঠিত প্রয়াসের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুনঃ দিনাজপুরে ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.