রাশেদুল ইসলাম রনিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পৃথক দুই ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এর মধ্যে একজনের আগুনে পুড়ে যাওয়া অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বিধবা নারী।
শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে পাটক্ষেতে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ওই নারীর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহে আগুন ধরিয়ে পাটক্ষেতে ফেলে যাওয়া হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।
তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তে পিবিআইকে অবহিত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।
এর মাত্র এক ঘণ্টা পর, সকাল ৯টার দিকে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় খোর্শেদা বেগম (৫৫) নামের এক বিধবা নারীর। তিনি ওই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে নিজ জমিতে পানি দিতে গিয়ে সেচ পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন খোর্শেদা বেগম। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একদিনে দুটি পৃথক ঘটনায় দুই নারীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে সৃষ্টি হয়েছে উদ্বেগ ও রহস্য।
বকশীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, দুটি ঘটনারই তদন্ত চলছে। অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পিবিআই। বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনাটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.