মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বেড়েই চলেছে গরু চোরের উপদ্রব,
ঠাকুরগাঁও সদর উপজেলার জমির উদ্দিন নামে এক কৃষকের ঘরের তালা ভেঙে ছয়টি গরু চুরি হয়েছে। গত ১৩ মে মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর বড়দিঘী গ্রামে এ ঘটনা ঘটে। জমির উদ্দিন ঐ গ্রামের মৃত মোজত উদ্দীনের ছেলে।
চুরি হওয়া ছয়টি গরু মূল্য আনুমানিক চার লাখ টাকা বলে দাবি ঐ ভুক্তভোগী কৃষকের। কৃষক জমির উদ্দিন বলেন, রাতে ঘুমানোর পরে ফজরের সময় জেগে দেখি শোয়ার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। প্রতিবেশিদের ডেকে ঘরের দরজা খুলে নেই।
বাইরে গিয়ে দেখি গোয়াল ঘরের দরজা খোলা, দুটি তালা ভাঙা। ৬টি গরু নিয়ে গেছে। শুধু একটি বকনা বাছুর রেখে গেছে। চোরগুলো শুধু আামার গরু নিয়ে যায়নি, আমার স্বপ্ন নিয়ে গেছে। সঙ্গে আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুস্তাক জানান, জমির উদ্দিনের ছয়টি গরু চুরির বিষয়টি শুনেছি। গরু গুলো ফিরে পেতে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
আরও পড়ুন মৌলভীবাজারে এখনও বেপরোয়া আওয়ামী লীগ নেতা, হামলায় আহত ২
Leave a Reply