জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার উখিয়া রোহিঙ্গা সংকটের বাস্তবতা ও চলমান সহায়তা কার্যক্রম সরেজমিনে দেখতে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য বিশিষ্টের একটি প্রতিনিধিদল উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তারা উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন।
প্রতিনিধি দলের নেতৃত্বদেন মি: মাইকেল ক্রেইজা, যিনি বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সহযোগিতা বিভাগের প্রধান। তাঁর সঙ্গে ছিলেন পাবলো পাডিন পেরেজ, যিনি কর্মসূচি ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিনিধিদলটি প্রথমে ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে যান। সেখান থেকে তারা ১২, ৪ এক্সটেনশন ও ২ ওয়েস্ট ক্যাম্প ঘুরে দেখেন।সেখানে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বাস্তবায়িত প্রকল্প ও সেবাকার্যক্রম ঘুরে দেখেন। তাঁরা সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন।
প্রতিনিধিদলটি ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-২ ব্লকে অবস্থিত ইউএনএইচসিআর পরিচালিত নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করেন এবং ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ওয়ান ব্লকে ইউএনএইচসিআর-এর কমিউনিটি ভিত্তিক উৎপাদন কেন্দ্র ঘুরে দেখেন।
তাছাড়াও প্রতিনিধিদলটি ৪ এক্সটেনশন ক্যাম্পে অবস্থিত বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত সমন্বিত পুষ্টি সেবা কেন্দ্র পরিদর্শন শেষে রোহিঙ্গা নেতাদের সাথে মতবিনিময় করেন। ই-ভাউচার বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন।
এর পরে প্রতিনিধিদলটি বিকালে ২ ওয়েস্ট ক্যাম্পের ই-৫ ব্লকে অবস্থিত এনজিও ফোরাম পাবলিক হ্যালথ পরিচালিত পাটের ব্যাগ উৎপাদন কেন্দ্র পরিদর্শন। সেখান থেকে তারা ২ ইস্ট ক্যাম্পে অবস্থিত ইউএনএইচসিআর পরিচালিত এলপিজি বিতরণ কেন্দ্র ঘুরে দেখেন এবং রোহিঙ্গা ক্যাম্পে সেবাকার্যক্রমে নিয়োজিত বিভিন্ন দেশি-বিদেশি এনজিও ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি বিকেল সাড়ে ৪টায় কক্সবাজারের উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.