মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :
মৌলভীবাজার সদর উপজেলায় পৃথক অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন প্রশান্ত দাশ ও মিন্টু মিয়া।
বুধবার (১৪ মে) দিবাগত রাতে শহরতলীর সুইসগেইট (মনু ব্রিজ) এলাকা থেকে মৌলভীবাজার সদর থানা পুলিশের একটি অভিযানে প্রশান্ত দাশকে গ্রেফতার করা হয়।
পরে রাত ১১টার দিকে মৌলভীবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামে অভিযান চালিয়ে মিন্টু মিয়াকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের চেরাগ মিয়ার ছেলে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রাব্বি মিয়া জানান, গত বছরের ৪ আগস্ট মৌলভীবাজার শহরে আন্দোলনকারীদের ওপর দা দিয়ে সন্ত্রাসী হামলা চালান প্রশান্ত দাশ। একই ঘটনায় মিন্টু মিয়াও ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান।
আরও পড়ুন টেকনাফ হ্নীলায় প্রেমের বিয়ের ৩মাস না যেতেই গৃহবধু শ্বাশুড় বাড়িতে খুন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.